Sunday, June 19, 2016

কাপড়ে মাল্টি কালার করার নিয়ম


মাল্টি কালার করতে চাইলে
আপনাকে আগে নির্বাচন করতে হবে
কাজটি কিভাবে করতে চাইছেন। যদি
প্রুশিয়ান রং ব্যাবহার করেন তাহলে
আপনি খুবই সহজ ভাবে করতে পারবেন।। এখন
আসুন কিভাবে আপনি এই রঙটি
ব্যাবহার করবেন আপনার কাপড়টিতে।
প্রথমেই আপনি নির্বাচন করুন কিভাবে
ডিজাইন করবেন। যদি আপনি সাধারন
ভাবে করেন অর্থাৎ ফুটি ফুটি করে বা
একটু মোটা আর্ট করে যেভাবে ইচ্ছে
আপনি ঠিক সেইভাবে আপনার
কাপড়টিতে সুন্দর ভাবে তুলি বা ব্রাশ
দিয়ে এঁকে নিন। যে কয়টি কালার
ব্যাবহার করবেন সেইভাবে আপনি রং
গুলিয়ে আপনার পছন্দ মত আর্ট করা
যায়গায় রং গুলো লাগাবেন এপিঠ
ওপিঠ করে। অবশ্যই কয়েকটি ছোট ছোট
বাটিতে রং গুলো গুলিয়ে নিবেন ও
আলাদা রাখবেন। পারলে সেই কয়টি
তুলিও ব্যাবহার করবেন। ভুলেও একটি
রঙের তুলি আরেকটি রঙে সরাসরি
দিবেন না। পানি দিয়ে বার বার
ধুয়ে নিবেন(তুলি কম থাকলে বা ১ টি
তুলি থাক্লে)।তুলির মাপ হবে ১-৮
পর্যন্ত। আপনার কাজের জন্য যেটি
প্রয়োজন হবে সেই মাপের নিবেন।
মোটা কাজের জন্য একটু মোটা তুলি
নিবেন। চিকণ হলেও সমস্যা নেই আপনি
একটু মোটা করে কাজ গুলো করবেন।
এরপর রোদে শুখাতে দিবেন। রোদ
বলতে কড়া রোদ নয়, কেবল রঙটা
শুখানোর জন্য। ১২ বা ২৪ ঘণ্টা। চাইলে
আপনি কাজটা করার শেষে পেপার
দিয়ে মুড়িয়েও রেখে দিতে
পারেন,২ পিঠেই পেপার দিবেন।তবে
সাবধান থাকবেন কোন প্রকারই যেন
কালার গুলো কাপড়ের অন্য যায়গায়
না লাগে। ১/২ দিন ঐভাবে রেখে
দিবেন।
**অবশ্যই এক পাল্লা কাপড় নিতে হবে
অর্থাৎ কোন ভাজ হবেনা।
এইবার আসা যাক কিভাবে মাল্টি
কালারটি রঙে চুবাবেনঃ
১। আপনি যদি টাইডাই বা সুতা দিয়ে
বেধে কাজটি করতে চান তাহলে
কোন জটিল ফুল/লতাপাতা করবেন না।
যেগুলো খুব সহজেই সুই সুতা দিয়ে কাজ
ও বাধা যায় সেইসব কাজ গুলই করবেন।
তাহলে বাধতে আপনাদের সুবিধা
হবে। চাইলে আর্ট বা ডিজাইনটা করে
আগেই সুই দিয়ে সিলিয়ে নিতে
পারেন তাহলে বাধাটা সহজ ও সুন্দর
হবে। পরে করলে একটু কষ্ট কারন রঙের
জন্য কাপড়টি শক্ত হয়ে যায়। এরপর রঙে
চুবাবেন।
২। আর যদি আপনি টাইডাই না করতে
চান তাহলে মোম দিয়ে কাজটি
ঢেকে দিতে পারেন। এখানে আপনি
আপনার মনের মাধুরী মিসিয়ে আর্ট
করতে পারবেন তবে অবশ্যই মাথায়
রাখবেন মোম যেন ভালভাবে লাগে
(কাপড়ের ২ পিঠেই লাগাতে হবে)
এবং অনেক মোটা করে লাগাতে
হবে। মোম পুরা কাপড়ে লাগাতে
পারেন কিংবা আর্ট করা যায়গায়
কেবল লাগাতে পারেন ইচ্ছে । পুরো
কাপড়ে মোম লাগানো শেষ হলে
কিছুক্ষণ মেলে দিয়ে মোমটা
কাপড়ে বসতে দিবেন, চাইলে ১দিন
পরেও রং (শেষে যে রংএ চুবাবেন)
করতে পারেন। আর অবশ্যই একটু মুচড়িয়ে
বা কাপড়টি দলাপেছা করেও রাখতে
পারেন, ক্রেক হবে। এরপর আপনার পছন্দ
মত রঙে চুবাতে পারেন।
*** এটা কেবল প্রুশিয়ান মাল্টি
কালারের নিয়ম। আপনি চাইলে ভেট
বা সালফার ব্যাবহার করেও করতে
পারেন তবে সেইটা আপনি করবেন
কয়েকটি কালারে চুবিয়ে এবং
আগের রঙটি/ কালারটিকে পলিথিন
দিয়ে বেধে বা সুতা দিয়ে বেথে।

No comments:

Post a Comment